শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

সাধারণ মানুষ ন্যায্য বিচার থেকে বঞ্চিত

———— তৈমূর আলম

রূপগঞ্জ প্রতিনিধি

যেহেতু থানায় মামলা নিতে হলে স্থানীয় সরকার দলীয় এমপির অনুমতি নিতে হয়। সেহেতু সরকার দলের এমপিরা এখন থানার ওসির দায়িত্ব পালন করছেন। এ থেকে সাধারণ মানুষ ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. তৈমূর আলম খন্দকার। শুক্রবার বিকালে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী খন্দকার বাড়িতে উপজেলা  বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদল সভাপতি মোশারফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, রূপগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি হাসান আলী, কেন্দ ীয় ওলামা দলের সহ-সভাপতি মুন্সি শামসুর রহমান খান বেনু, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজু হাসান আলেক, থানা কৃষকদলের সভাপতি মুহাম্মদ আলী ভুইয়া, থানা যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন, কাঞ্চন পৌর ছাত্রদলের সভাপতি তারিকুল ইসলাম, বিএনপি নেতা আলাল খন্দকার প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল ও দুস্থদের  হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। 

সর্বশেষ খবর