শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

বন্দরে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ

আজ নারায়ণগঞ্জের বন্দরের ৫টি ইউনিয়নে নির্বাচন। ৫৪টি কেন্দ্রের সবই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব। এর মধ্যে ২৫টি অধিকতর ঝুঁকিপূর্ণ। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুসারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. মৌসুমী হাবিবকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট আইনশৃংখলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সমন্বয় সেলের সভা  হয়। মৌসুমী হাবিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, র‌্যাব ১১র’ অধিননায়ক লেফটেনেন্ট কর্নেল গোলজার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) হোসনেয়ারা বেগম, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, রিটার্নিং অফিসার সুমন মিয়া, উপজেলা কৃষিকর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোস্তফা এমরান হোসেন ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা। ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কলাগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির (বর্তমান চেয়ারম্যান) দেলোয়ার হোসেন প্রধান, বিএনপির মহিউদ্দিন শিশির। বন্দর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম, বিএনপির পারভেজ খান, জাতীয় পার্টির প্রার্থী এহসান উদ্দিন আহমেদ। মদনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালাম, আওয়ামী লীগের বিদ্রোহী আশরাফুল আলম ভূইয়া, বিএনপির মাজহারুল ইসলাম ভুইয়া হিরণ। ধামগড় ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মাসুম আহম্মেদ, আওয়ামী লীগের বিদ্রোহী আলমাস ভুইয়া, জাতীয় পার্টির প্রার্থী কামাল, বিএনপির প্রার্থী মাসুদ রানা। মুছাপুর ইউনিয়নে আবদুল কাদির ডিলার নৌকা, মাকসুদ হোসেন লাঙল প্রতীকে নির্বাচন করছেন।

সর্বশেষ খবর