সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

চেয়ারম্যান পদে সমানে সমান

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল গনি ও  জাতীয় পার্টির এরশাদ আলী সমান সমান ভোট পেয়েছেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৪১ ধারার ৬ উপধারা মতে তাদের দুজনের মধ্যে পুনর্নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। তবে জাপা প্রার্থী এরশাদ আলী দাবি করেছেন, নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন। আ.লীগের প্রার্থীকে সুবিধা দিতে ‘ষড়যন্ত্রের’ মাধ্যমে তার ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। নাটকীয় এ ফলাফলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাতে উপজেলা সদরের নিয়ন্ত্রণ কক্ষে ফলাফল নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শুরুতে জানানো হয়, জাপা প্রার্থী ১২ ভোটে বিজয়ী হয়েছেন। পরে আ.লীগ প্রার্থীর দাবির পরিপ্রেক্ষিতে ভোট পুনর্গণনা করে দুই প্রার্থীর সমানসংখ্যক ৪ হাজার ৩০ ভোট পান। এ নিয়ে জাপা প্রার্থীর সমর্থকরা দীর্ঘ সময় নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা করেন।  বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, প্রকাশ্যে ভোট পুনর্গণনা হয়েছে। এ ক্ষেত্রে কারচুপির যে অভিযোগ আনা হয়েছে তা বিভ্রান্তিকর। তিনি বলেন, কমিশন নির্দেশ দিলে পুনঃভোটের আয়োজন করা হবে।

সর্বশেষ খবর