Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ জুন, ২০১৬ ০০:০৬
নোয়াখালীতে বজ্রপাতে দুজন নিহত
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বজ্রপাতে নূর ইসলাম (৩২) ও রফিক উল্যা (৫০) নামের দুজন নিহত হয়েছেন।

গতকাল  দুপুরে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের শেখ আহমদের বাড়ির আইয়ুব আলীর ছেলে নূর ইসলাম  ও ঘোষবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরআলগী গ্রামের আবুল হোসেনের ছেলে রফিক উল্যা। কবিরহাট থানার ও ওসি স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে তাদের পার্শ্ববর্তী গ্রাম সোনাদিয়ায় ট্রাক্টর দিয়ে এক ধান খেতে চাষ দিচ্ছিলেন নূর ইসলাম। অপরদিকে, দুপুর ১টার দিকে চরআলগী গ্রামে নিজের বাড়ির পাশে শ্রমিকদের সঙ্গে  খেতে কাজ করছিলেন রফিক উল্যা। বৃষ্টি শুরু হওয়ার পর পার্শ্ববর্তী দোকান থেকে শ্রমিকদের জন্য খাবার নিয়ে পুনঃরায় খেতের দিকে যাওয়ার সময় বজ পাতে নিহত হন রফিক উল্যা। কবিরহাট থানার ওসি মোক্তার হোসেন বজ পাতে ২ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই পাতার আরো খবর
up-arrow