সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

সেই রবিউল কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল সিরাজগঞ্জের কাজীপুরের নাটুয়ারপাড়ায় পল্লবী হাইজিং-মাল্টিপারপাস কোম্পানিসহ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলে দ্বিগুণ মুনাফা ও প্লট দেওয়ার নাম করে দরিদ্র গ্রাহকদের কাছ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা নিয়ে উধাও হওয়া প্রতিষ্ঠানের কর্ণধার রবিউল আলমকে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রবিবার বিকালে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক রবিউল নাটুয়ারপাড়া গ্রামের চানু তালুকদারের ছেলে। পলাতক থাকাবস্থায় সে ঢাকায় বসবাস করত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর