সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

এক পলক

বসতবাড়িতে হামলা ভাঙচুর, লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এক নিরীহ মহিলার বসতবাড়িতে হামলা ভাঙচুরসহ লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। রবিবার সকালে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দে  ঘটে এ ঘটনা।

—রূপগঞ্জ প্রতিনিধি

চাষি সমাবেশ, প্রশিক্ষণ

কুড়িগ্রামে রেশম পল্লীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে রবিবার দিনব্যাপী রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে রেশম পল্লী এলাকায় র‌্যালি, চাষি সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বেশম সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. সাজাদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ, বাংলাদেশ বেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রকল্প পরিচালক মো. সেরাজুল ইসলাম, বাংলাদেশ বেশম উন্নয়ন বোর্ডের সিবিএ সভাপতি মো. আবু সেলিম, ছিনাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. নূরুজ্জামান হক বুলু প্রমুখ।

—কুড়িগ্রাম প্রতিনিধি

শৈলকুপায় রূপালী ব্যাংকের শাখা

ঝিনাইদহের শৈলকুপায় রূপালী ব্যাংক লিমিটেডের ৫৫৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। শৈলকুপা থানাসংলগ্ন মদিনা সুপার মার্কেটে রবিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আবদুল হাই শাখাটির উদ্বোধন করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, আবদুল হাকিম, নেকবার হোসেন, আবদুস সোবহান, ব্যাংকের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক আবদুর রহমান, বিভাগীয় কার্যালয় প্রধান অশোক কুমার সিংহ রায় ও শৈলকুপা শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান ও ঝিনাইদহের সহকারী মহাব্যস্থাপক রোকুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন আমিনুর রহমান।

—ঝিনাইদহ প্রতিনিধি

দিনাজপুর চেম্বার নির্বাচন

দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে মো. রফিকুল ইসলাম সমর্থিত প্যানেলের শামীম-আনোয়ারুল-পাপ্পু পরিষদ নির্বাচিত হয়েছে। শনিবার চেম্বার ভবনে সকাল ৮টা  থেকে বিকাল ৫টা পর্যন্ত উক্ত নির্বাচনে একটি প্যানেলসহ দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।  ১৮টি পদের জন্য একজন মহিলাসহ ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১ হাজার ৩৬৯ ভোটারের মধ্যে ১ হাজার ১৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

—দিনাজপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর