Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ জুন, ২০১৬ ০৩:৫২
সাভারে ট্রাকচাপায় শ্রমিক নিহত
প্রতিদিন ডেস্ক

সাভারে ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া সাতক্ষীরা ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দুজন। সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি গাড়ি ভাঙচুরসহ একটি বাসে আগুন ধরিয়ে দেয়। গত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি শ্রমিক স্থানীয় অনন্ত গার্মেন্ট লিমিটেড নামক পোশাক কারখানায় হেলপার হিসেবে চাকরি করতেন। সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকচাপায় ফয়সাল হোসেন নামে এক মাদ্রাসাছাত্র ও সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস চাপায় ফরিদুল ইসলাম নামে সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow