মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ১২ জেলায় নিহত ২১

প্রতিদিন ডেস্ক

দেশের ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল ১৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে রাজবাড়ী  ও কক্সবাজারে চারজন করে, ময়মনসিংহে তিন, কুমিল্লায় দুই এবং খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, দিনাজপুর, পটুয়াখালীর বাউফল, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারা গেছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজবাড়ী : জেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সদর উপজেলার বাগমারা, কালুখালী উপজেলার সোনাপুর ও গান্ধীমারা কালীবাড়ি এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সামাদ বেপারী, আব্দুর রহিম, লোকমান সরদার ও মঙ্গল প্রামাণিক। কক্সবাজার : কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। সোমবার দুপুরে যাত্রীবাহী অটোটেম্পুকে একটি ডাম্পার ট্রাক ধাক্কা দিলে টেম্পুটি দুমড়ে মুচড়ে যায়। নিহতরা হলেন— মোস্তফা (১৭), তৈয়বা বেগম (৩২) এবং আরেকজনের পরিচয় জানা যায়নি। এছাড়া জেলার চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় আবদুল কাদের নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ : ত্রিশালে পিকআপ ভ্যানচাপায় এক স্কুলশিক্ষিকাসহ তিনজন নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে পৌর শহরের উজানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হন। নিহতরা হলেন— ফেরদৌসী আক্তার, খোকা মিয়া ও শ্যামল সূত্রধর। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার সৈয়দপুরে সকালে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। নিহত একজনের নাম মমতাজ বেগম। খাগড়াছড়ি : জেলার পানছড়িতে টমটমের ধাক্কায় সিফাত হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সকালে স্কুলে যাওয়ার পথে সে দুর্ঘটনার শিকার হয়। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু থেকে ছিটকে পড়ে দুপুরে আতিয়ার রহমান নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মানিকগঞ্জ : পাটুরিয়া ফেরি ঘাটের কাছে সকালে মিনিট্রাক থেমে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মিনিট্রাক চালকের সহকারী। নিহতের নাম রাজন। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতীর জোকারচরে দুটি ট্রাকের সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন। সকালের এ দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দিনাজপুর : বিরলে ভটভটি উল্টে রিকো নামে এক লিচু শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সুমন মন্ডল (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি স্থানীয় ফকির ফ্যাশন নামে পোশাক কারখানায় শ্রমিক বলে জানা গেছে। এছাড়া পটুয়াখালীর বাউফলে পিকআপ ভ্যান উল্টে আফজাল নামে এক ব্যক্তি, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অটোরিকশা চাপায় সুমাইয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর