মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা

চারজনের মৃত্যুদণ্ড যাবজ্জীবন ৪

পাঁচটি হত্যামামলার রায়

প্রতিদিন ডেস্ক

বাগেরহাট, জয়পুরহাট, গাজীপুর ও সিরাজগঞ্জে গতকাল পাঁচটি হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে চারজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছেন সংশ্লিষ্ট আদালত। প্রতিনিধিদের পাঠানো খবর— বাগেরহাট : কচুয়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় আজাদ খান নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) আদালতের বিচারক রেজাউল করিম গতকাল এ রায় দেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত আজাদ কচুয়া উপজেলার খলিশাখালীর দলিল উদ্দিনের ছেলে। অপরদিকে সদরে স্ত্রী হত্যার দায়ে স্বামী হারুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জাকারিয়া হোসেন। হারুন সদরের সৈয়দপুর গ্রামের ছলেমানের ছেলে। জয়পুরহাট : সদর উপজেলায় চাঞ্চল্যকর জিয়াউল হাসান সুমন খুনের মামলায়  এক জনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন— পৌর শহরের পাটার পাড়ার আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, ছানোয়ার হোসেনের ছেলে স্বপন, আব্দুল মজিদের ছেলে মনোয়ার ও আব্দুল মমিনের ছেলে মিঠু। গাজীপুর : প্রতিবেশী নারীকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক গতকাল এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামির নাম নূরুল আমিন ওরফে নূরে আলম ওরফে নূরা। সে কালীগঞ্জ উপজেলার বরাইদ গ্রামের নূর চানের ছেলে। সিরাজগঞ্জ : বেলকুচিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ জাফরোল হাছান গতকাল আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক বেলকুচি উপজেলার ধুলদিয়ার গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

সর্বশেষ খবর