মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা

ভোটার হচ্ছেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা

লালমনিরহাট প্রতিনিধি

বিলুপ্ত ১১১টি ছিটমহলবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার এ সংক্রান্ত একটি চিঠি জেলা নির্বাচন অফিসে এসেছে বলে লালমনিরহাট নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।  স্থানীয় সরকার মন্ত্রণালয় বাংলাদেশের ১১১টি বিলুপ্ত ছিটমহল ২৫টি ইউনিয়নের সঙ্গে যুক্ত করে একটি তালিকা তৈরি করেছে। এর মধ্যে লালমনিরহাটের ৫৯, পঞ্চগড়ের ৩৬, কুড়িগ্রামের ১২ ও নীলফামারীর ৪টি ছিটমহল রয়েছে। জানা গেছে, আগামী ১৫ জুন নতুন ভোটার তালিকা তৈরি করে কোড নম্বর দেবে ইসি। ২৬ জুন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হবে। আগামী ১৫-২১ জুলাই বাড়ি-বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহ করা হবে। ভোটারদের ছবি সংগ্রহ করা হবে ২১-২৭ জুলাই পর্যন্ত। ১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। ছিটমহলগুলোর মোট জনসংখ্যা ৩৭ হাজার ৫৩৫ জন। লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা একে এম ফলজুল হক বলেন, ১৫ জুন থেকে জেলার ৩টি উপজেলার ৫৯টি ছিটমহলে ভোটার তালিকার কাজ শুরু হবে।

সর্বশেষ খবর