মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত ১৫

পটুয়াখালী প্রতিনিধি

স্লুইজগেটের দখল নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে এক পর্যায়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীর হাতে অবরুদ্ধ মেয়রপুত্র ও তার সহযোগীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনাস্থল থেকে মেয়রপুত্রের বহনকৃত একটি শর্টগানও উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। লাঞ্ছিত করা হয়েছে চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত ও পৌর মেয়রের ছোট ভাই স্বপন হাওলাদারকে। সোমবার দুপুর ১টার দিকে কলাপাড়া পৌর শহরের নতুন বাজার জুতা পট্টি থেকে সংঘর্ষ শুরু হয়ে পৌরসভা প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বন্ধ হয়ে যায় দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পৌর মেয়র পুত্র বিকাশ হাওলাদার, আবুল কাশেম, মিন্টু মল্লিকসহ চার জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সর্বশেষ খবর