Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

ঢাকা, শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৬ জুন, ২০১৬ ২৩:৪৫
চা বাগানের দেয়াল চাপায় শিশুর মৃত্যু
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি চা বাগানে দেয়াল চাপায় জিৎ মোদি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা বাগানের বাংলোতে হামলা চালিয়েছে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত জিৎ ওই বাগানের গণেশ মোদির ছেলে।

জানা যায়, রবিবার বিকালে ওই চা বাগানের নির্মাণাধীন সীমানা প্রাচীরের দেয়াল ভেঙে পড়ে জিৎ (৮) আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে সোমবার ভোরে শিশুটির মৃত্যু হয়। পরে উত্তেজিত শ্রমিকরা বাগানের সীমানা প্রাচীরের দেয়াল, মোটরসাইকেল, বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলো ও আসবাবপত্র ভাঙচুর করে। শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বাগানের পরিবেশ এখন শান্ত আছে।

এই পাতার আরো খবর
up-arrow