Bangladesh Pratidin

ফোকাস

  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ জুন, ২০১৬ ২৩:৪৭
গাছের সঙ্গে বন্ধুত্ব রাখার শপথ
সাতক্ষীরা প্রতিনিধি

গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে উল্লেখ করে গাছের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার শপথ নিয়েছে সাতক্ষীরার পাঁচ শতাধিক শিক্ষার্থী। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ে তুজলপুর কৃষক ক্লাব আয়োজিত ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা এ শপথ নেয়। শপথবাক্য পাঠ করান কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।

এই পাতার আরো খবর
up-arrow