মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা

ডুমনী ইউপির বাজেট ঘোষণা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডুমনী ইউপির বাজেট ঘোষণা

বাজেট পেশ করছেন ডুমনী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম ভূঁঞা

রাজধানী ঢাকার খিলক্ষেত থানার ডুমনী ইউনিয়ন পরিষদের ২০১৬-২০১৭ইং অর্থ বছরের বাজেট ঘোষণা  করা হয়েছে। চলতি অর্থ বছরে ডুমনি ইউনিয়নে ৯৪ লাখ ৬৩ হাজার ৪০০  টাকার বাজেট ঘোষণা করেন ডুমনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ভূঁঞা (বি কম অনার্স, এম,কম হিসাব বিজ্ঞান)। এ সময় উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেলালউদ্দিন, ডুমনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল, খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, খিলক্ষেত থানা আওয়ামী লীগ নেতা খায়রুল আলম, কবির মোল্লা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নুরুন নাহার, কণকতারা, অঞ্জনা বেগম, ইউপি সদস্য হেলালউদ্দিন, মজিবর, আলম মিয়া, নাঈম আহমেদ, নির্মল সরকার ও এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ। বাজেট পেশকালে বক্তৃতায় ডুমনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ভূঁঞা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে পুনরায় সরকার গঠনের পর ভিশন-২১ বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত এমপি অ্যাডভোকেট সাহারা খাতুনের নির্দেশে ২০১১ সালের ১২ জুন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিগত ৫ বছরে ডুমনী ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তত্কালীন ঢাকা-৫ আসনের এমপি আলহাজ এ কে এম রহমতউল্লাহ ডুমনী ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছিলেন, যার ফলে প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন দেশে ব্যাপক উন্নয়ন হয়, যা দেশ স্বাধীন হওয়ার ৪৫ বছর পরও কোনো সরকার এ উন্নয়ন করতে পারেনি। তিনি আরও বলেন , ঢাকা শহরে কুড়িল ফ্লাইওভার, মিরপুর ক্যান্টমেন্ট ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভার, মগবাজার-মালিবাগ ফ্লাইওভার, হাতিরঝিল প্রকল্প, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু ও  উড়াল সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে উন্নয়নশীল দেশ হিসেবে স্থান পাবে। 

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও জয় হোক মেহনতি মানুষের।

সর্বশেষ খবর