বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ধামরাই সিলেটে দুই দম্পতি

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কে কামারখন্দের কোনাবাড়ী কলেজ গেটের সামনে গতকাল সন্ধ্যায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন ২০ জন। নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে ঢাকামুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাস দুমড়ে-মুচড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে। এদিকে একই সড়কের কড্ডায় তিন ট্রাকের সংঘর্ষে আব্দুর রহিম নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন। রহিম বগুড়া শেরপুরের ফরেস্টার বাড়ি গ্রামের বাসিন্দা। ধামরাই : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সূতিপাড়ায় গতকাল দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের তিন আরোহী। তারা হলেন— মাগুরা আফাজ ডিগ্রি কলেজের শিক্ষিকা শিউলী পারভীন, তার স্বামী সারের ডিলার জাহাঙ্গীর হোসেন ও ধামরাই গোপালকুঞ্চপুরের মোটরমেকার রহমত আলী। নিহত স্বামী-স্ত্রীর বাড়ি ফরিদপুরের মধূখালী উপজেলার গুনদ্ধরদিয়া গ্রামে।

সিলেট : নগরীর টিলাগড়ে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাদের মেয়ে। টিলাগড় শাহমদনী ঈদগাহের সামনে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ শাহী ঈদগাহ শাখার প্রশাসনিক কর্মকর্তা অরজিত রায় ও তার স্ত্রী দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাস। এ ছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রাস্তা পার হওয়ায় সময় গাড়ির ধাক্কায় কামরুল হাসান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সর্বশেষ খবর