বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা

বিপদসীমার ১২ সে.মি. উপরে তিন নদীর পানি

বরগুনা প্রতিনিধি

জোয়ারের প্রভাবে বরগুনার বিষখালী, পায়রা ও বলেশ্বর নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে জেলার ছয়টি উপজেলায় প্রায় ৫০টি গ্রামসহ ফসলি জমি। গতকাল বেলা ১টা পর্যন্ত এসব নদীতে জোয়ারের মোট উচ্চতা ছিলো দুই দশমিক ৯৭ সেন্টিমিটার।

জানা যায়, অমাবস্যার প্রভাবে অধিক উচ্চতার জোয়ার বইছে। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে পানি ঢুকে দুই দিন ধরে দিন-রাতে দুবার প্লাাবিত হচ্ছে বরগুনার নিম্নাঞ্চল। ফলে লক্ষাধিক মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম বলেন, স্বাভাবিক জোয়ারে বরগুনার বিভিন্ন নদীতে দুই দশমিক ৮৫ সেন্টিমিটার উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হয়। অমাবস্যার প্রভাবে জোয়ারের চাপ বেশি থাকায় পানি দুই দশমিক ৯৭ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার ১২ সেন্টিমিটার উপরে।

সর্বশেষ খবর