বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা

আ.লীগ প্রার্থীর পুন:ভোট দাবি

নাটোর প্রতিনিধি

চতুর্থ দফায় গত শনিবার অনুষ্ঠেয় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শওকত রানার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে পুর্নভোট দাবি করেন আ.লীগ প্রার্থী আইয়ুব আলী। গতকাল সাংবাদ সম্মেলন ডেকে তিনি ওই অভিযোগ করেন। নাজিরপুর ইউপি কার্যালয়ে সাংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা। এ সময় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন। আইয়ুব আলীর অভিযোগ, তিনি উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শাহনেওয়াজ আলী ও জেলার সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে রাজনীতি করেন। তৃণমূলের ভোটে তিনিই দলীয় প্রার্থী মনোনীত হন। এতে নাটোর-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস তাঁর ওপর ক্ষুব্ধ হন। এ কারনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শওকত রানার পক্ষ নিয়ে এমপি প্রতিটি কেন্দে  তাঁর অনুগতদের প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেন। প্রশাসনকে নিয়ন্ত্রণ করে আবদুল কুদ্দুস তাঁর পছন্দের স্বতন্ত্র প্রার্থীর লোকজন দিয়ে ভোটকেন্দে  প্রভাব ফেলেন। নৌকার এজেন্টদের বের করে ব্যালটপেপারে সিল মেরে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এমপি এ অভিযোগ অস্বীকার করেছেন।

সর্বশেষ খবর