Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৭ জুন, ২০১৬ ২৩:৫৪
সাংবাদিক অপহরণ ১ ঘণ্টা পর উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড থেকে চঞ্চল মেহমুদ (৩৭) নামে স্থানীয় এক সাংবাদিককে অপহরণের এক ঘণ্টা পর আহত অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল এ ঘটনা ঘটে। চঞ্চল দর্শনা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার নুরুল ইসলামের ছেলে ও দৈনিক সময়ের সমীকরণের দর্শনা প্রতিনিধি।

দর্শনা প্রেসক্লাব সভাপতি হানিফ মণ্ডল জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে চঞ্চল বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দর্শনা বাসস্ট্যান্ডে পৌছলে মিনারুল ও রানাসহ ১০/১২ যুবক অস্ত্রের মুখে তাকে তুলে নেয়। এলাকাবাসী এক ঘন্টা পর হল্টস্টেশন এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় চঞ্চল থানায় মামলা করেছেন।

এই পাতার আরো খবর
up-arrow