বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা

সুন্দরবনের সুরক্ষায় আজ শুরু স্মার্ট পেট্রোলিং

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ জীববৈচিত্র্য সুরক্ষা ও দস্যুতা দমনে শুরু হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর বিশেষ টহল ব্যবস্থা ‘স্মার্ট পেট্রোলিং’। আজ (বুধবার) সকালে ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবনের চারটি রেঞ্জেই একযোগে এই স্মার্ট পেট্রোলিং (স্পেশাল মনিটরিং এনালাইজিং অ্যান্ড রিপোর্টিং টুলস) শুরু হচ্ছে। বন অধিদফতর বিশ্বব্যাংকের অর্থায়নে স্ট্রেইনদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ডলাইফ প্রটেকশন প্রজেক্টের আওতায় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণী ও বনজ সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্বব্যাপী প্রশংসিত এই স্মার্ট পেট্রোলিং। প্যানথেরা নামের একটি আন্তর্জাতিক সংস্থার প্রস্তুত করা এই স্মার্ট পেট্রোলিং পদ্ধতি বর্তমানে বিশ্বের ৩১টি দেশের ১৪০টিরও বেশি জিওলোজিক্যাল স্থানে চালু রয়েছে। ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের জল ও স্থলভাগে স্মার্ট পেট্রোলিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশে এই প্রথম সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর বন পাহারা ব্যবস্থা চালু হচ্ছে। বন অধিদফতর এসব তথ্য নিশ্চিত করেছে। খুলনা সার্কেলের বন সংরক্ষক (সিএফ) জহির উদ্দিন আহমেদ জানান, বর্তমানে বিশ্বের ৩১টি দেশের ১৪০টিরও বেশি স্থানে এখন চালু রয়েছে স্মার্ট পেট্রোলিং পদ্ধতি।

সর্বশেষ খবর