বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা

আশুগঞ্জে বিজয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সদর ইউপি নির্বাচনে কেন্দ  দখল, ভোটডাকাতি, সন্ত্রাসী হামলা ও ব্যাপক অনিয়মের মাধ্যমে নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে গতকাল সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। আশুগঞ্জ পূর্ব বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, ৪ জুন ভোটগ্রহণের দিন সকাল থেকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে শতাধিক বহিরাগত সন্ত্রাসী বিভিন্ন কেন্দ  দখল করে। তারা ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে সৃষ্টি করে আতঙ্ক। পরে প্রিসাইডিং অফিসারকে অস্ত্রের মুখে জিম্মি করে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট বই ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সিল মারে।

সদর ইউনিয়নের ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর কেন্দ্রে দুপুর ১২টার পর চেয়ারম্যান প্রার্থীর কোনো ব্যালট পেপার ছিল না। এদিন বিকালে বিজয় মিছিলের নামে নৌকা সমর্থকরা আশুগঞ্জ পূর্ব বাজারের ২০/২৫টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরদিন তারা বাজারে বোমা ও আগ্নেয়াস্ত্র রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ অভিযান চালিয়ে ১৩ নিরীহ লোক ধরে নেয়। এ ঘটনায় ‘মিথ্যা’ মামলায় আমার ৫৩ সমর্থককে আসামি করা হয়েছে।

সর্বশেষ খবর