Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ৮ জুন, ২০১৬ ২৩:২৫
মেঘনা-আড়িয়াল খাঁর ভাঙনে বিলীন ঘরবাড়ি
প্রতিদিন ডেস্ক

বর্ষা মৌসুম শুরুর আগেই চাঁদপুরের মেঘনা ও ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীতে শুরু হয়েছে ভাঙন। ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে কয়েকটি ঘরবাড়ি। হুমকির মুখে রয়েছে ফসলি জমি ও বহু বসতভিটা। প্রতিনিধিদের পাঠানো খবর—

চাঁদপুর : মেঘনার ভাঙনে গত কয়েক দিনে বিলীন হয়েছে সাতটি পরিবারের ঘরবাড়ি। হুমকির মুখে রয়েছে মসজিদ, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠানসহ শতশত ঘরবাড়ি। অন্যত্র জমিজমা না থাকায় ভুক্তভোগীরা কোথাও গিয়ে আশ্রয় নিতে পারছেন না। খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তারা। চাঁদপুর পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন জানান ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সদরপুর : ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদে বিলীন হয়েছে ১০টি বাড়ি, গাছপালা ও ফসলের মাঠ। পার্শ্ববর্তী শতাধিক পরিবারের ঘরবাড়ি রয়েছে হুমকির মুখে। গত পাঁচ দিন ধরে নদের পানি বৃদ্ধি পাওয়ায় শুরু হয় ভাঙন। এছাড়া তলিয়ে গেছে চরাঞ্চলের উঠতি আউস ধান, বাদাম, তিলসহ রোপা আমন।
up-arrow