Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ৯ জুন, ২০১৬ ০১:৪৮
হামলা ভাঙচুর
রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কেনার টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীর ভাড়া বাড়িতে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদ করায় তাকে পিটিয়ে আহত করা হয়। বলাইখা এলাকায় গতকাল ঘটে এ ঘটনা। ভুক্তভোগী ব্যবসায়ী মহিউদ্দিন জানান, প্রায়ই স্থানীয় কয়েক নেশাখোর তার বাড়ির ভাড়াটিয়াদের কাছে মাদক কেনার টাকা দাবি করত। না দেওয়ায় বুধবার তারা ভাড়াটিয়াদের চড়-থাপ্পড় মারে। মহিউদ্দিন প্রতিবাদ জানালে তাকে পিটিয়ে আহত করা হয়। গুড়িয়ে দেয় পাকা ইটের ঘর।
up-arrow