Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৯ জুন, ২০১৬ ২৩:০১
সড়ক দুর্ঘটনায় পুলিশ ও সেনাসদস্য নিহত
প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ ও টাঙ্গাইলে ট্রাকচাপায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণহানি ঘটেছে এক কলেজছাত্রের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— চট্টগ্রাম : নগরে দায়িত্ব পালনকালে মাইক্রোবাসের ধাক্কায় রুপন কান্তি নাথ নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিইপিজেড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রুপন ইপিজেড থানায় কর্মরত ছিলেন। টাঙ্গাইল : কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী জহুরুল ইসলাম নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। জহুরুল সিরাজগঞ্জের বলরামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। ফরিদপুর : আলফাডাংগা-কাশিয়ানী সড়কে গতকাল মোটরসাইকেল চাপায় রহমত খান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রহমত খান আলফাডাংগা উপজেলার টিটা গ্রামের দাউদ আলীর ছেলে ও আলফডাংগা সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র ছিলেন। স্বজন ও পুলিশ জানায়, সকালে রহমত আলী বাইসাইকেলে কৃষকদের জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।

এই পাতার আরো খবর
up-arrow