শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

মেহেরপুরে কলমবিরতি

মেহেরপুর প্রতিনিধি

বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেনের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলমবিরতী পালন করছেন মেহেরপুর প্রেসক্লাবের ব্যানারে জেলার সাংবাদিকরা। প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা তাদের কলম, ক্যামেরা মাটিতে ফেলে রাস্তায় বসে গতকাল এ কর্মসূচি পালন করেন। কলমবিরতি শেষে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের প্রধান উপদেষ্টা তুহিন আরণ্যর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন— কামারুজ্জামান খান, রশিদ হাসান খান আলো, গোলাম মোস্তফা, মাজেদুল হক মানিক প্রমুখ। আলোচনা চলাকালে স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মুঠোফোনে মামলার বিষয়ে বসে আলোচনার আশ্বাস দিলে সাংবাদিকরা তাদের পরবর্তী সর্মসূচি স্থগিত করেন। প্রসঙ্গত, গত ১৮ মে বাংলাদেশ প্রতিদিনে ‘বাজার থেকে গম কিনে গুদামে সরবরাহ করছেন ক্ষমতাসীনরা’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে ২২ মে পোলেনের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর