শিরোনাম
শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা

বরগুনায় যুবলীগ নেতা পেটালেন বন কর্মকর্তাকে

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার হরিদ্রাবাড়ীয়া বন বিভাগের গাছ কেটে নিয়ে যেতে ব্যর্থ হয়ে আমতলীর ভারপ্রাপ্ত বন কর্মকর্তাকে মারধর করেছে স্থানীয় যুবলীগ নেতা কামাল মৃধা। শুক্রবার সকালে গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়ীয়া বনবিভাগ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল মৃধা গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়ীয়া বনবিভাগের ৭টি মূল্যবান গাছ অবৈধভাবে কেটে ফেলে। গাছ কাটার খবর পেয়ে বন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। কিছু পরে কামাল মৃধা এসেই তার উপরে হামলা করে। এ সময় বন কর্মকর্তা আ. হাই আহত হন। উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আ. হাই জানান, গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আকাশ মনি ও শিশুর ৭টি গাছ কাটা হয়েছে। গাছগুলো জব্দ করার সময় কামাল মৃধা মোটরসাইকেল নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। এ সময় তার সঙ্গে সিদ্দিক ফকিরসহ ৪/৫ জন মারধর করে। আমার কাছে থাকা টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়।

 এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ  রায় হামলার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর কামাল মৃধাকে গ্রেফতার করা হয়েছে। বন কর্মকর্তা বাদী হয়ে আমতলী থানায় মামলা করেছে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর