Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ জুন, ২০১৬ ০১:৫৪
নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি

সম্প্রতি একের পর এক হিন্দু সম্প্রদায়ের পুরোহিত সেবকসহ বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে পূজা উদযাপন পরিষদ। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা দাবি করেন, ‘এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার নয় বরং ক্রসফায়ারে দেওয়া হোক।’ শংকর সাহার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক জজ ঝুমুর গাঙ্গুলী, গণেশ দাস, সুজন সাহা, ননী গোপাল সাহা, উত্তম সাহা, শিপন সরকার শিখন, কমলেশ সাহা, শংকর দাস, শ্যামল বিশ্বাস, রিপন ভাউয়াল, গণেশ পাল, কৃষ্ণ দাস কাজল, সুজন দাস, কৃষ্ণ আর্চয্য, সুনীল দাস, অরুণ দেবনাথ, দেবাশীষ আচার্য, প্রাণ কুমার দেবনাথ প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow