রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

ঝড়-বজ্রপাতে ১৪ জনের মৃত্যু শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

প্রতিদিন ডেস্ক

পটুয়াখালীতে ঝড়ের সময় ঘরচাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে বাগেরহাট, মাদারীপুর, কক্সবাজার, বরিশাল, ঝালকাঠী, বান্দরবানের লামা, দিনাজপুরের চিরিরবন্দর, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মারা গেছেন আরও ১২ জন। বাগেরহাটে বিধ্বস্ত হয়েছে শতাধিক বাড়িঘর। নিজস্ব প্রতিবেদক প্রতিনিধিদের খবর— পটুয়াখালী : ঝড়ের সময় ঘরচাপা পড়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। সদর ও গলাচিপা উপজেলায় গতকাল সকালে এ সব ঘটনা ঘটে। নিহতরা হলেন— সদরের হরিতকি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী তানজিলা আক্তার ও গলাচিপার ভাংরা গ্রামের হারুন-অর রশিদ হাওলাদারের স্ত্রী সেলিনা বেগম। সদর ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয় এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়। এ সময় বহু গাছ উপড়ে পড়ে ও বেশকিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঘরচাপা পড়ে মারা যান ওই দুই গৃহবধূ। বাগেরহাট : মোরেলগঞ্জে ও রামপাল উপজেলার ওপর দিয়ে দুপরে বয়ে যাওয়া কালবৈশেখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে দুই উপজেলায় মারা গেছেন দুজন। তারা হলেন— মোড়েলগঞ্জ পূর্বচন্ডিপুরের আলামীন ও রামপাল উপজেলার মানিকনগরের আজম। এ সময় পাঁচটি গরুরও মৃত্যু হয়েছে। ভেঙে গেছে কয়েক হাজার একর জমির কলা বাগানসহ গাছপালা। গাছ পড়ে একাধিক স্থানে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। মাদারীপুর : শিবচরে কাওড়াকান্দি ঘাটে বজ পাতে লঞ্চ ফয়সাল সরদার নামে এক যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়া রাজৈর উপজেলার কদমবাড়ি এলাকায় বজ্রপাতে মারা গেছে অজ্ঞাত পরিচয় এক শিশু। জানা যায়, এমভি মকবুল নামের লঞ্চটি মাওয়া থেকে ছেড়ে দুপুরে কাওড়াকান্দি ঘাটে এলে হালকা বৃষ্টির সময় বজ পাতে দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। ফয়সাল শিবচরের চরশ্যামাইল গ্রামের নয়নের ছেলে। টেকনাফ : কক্সবাজারের টেকনাফে মাছ শিকারের সময় সকালে বজ পাতে কামাল হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি বাহারছড়া ইউনিয়ন শামলাপুরের আমির হোসেনের ছেলে। প্রায় একই সময় উখিয়ায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার নাম সিরাজউদ্দোলা। বাড়ি উপজেলার থাইংখালী রহমতের বিল এলাকায়। বরিশাল : হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে বিকালে বজ্রপাতে আ. সোবহান নামে এক ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতার (ফেরিওয়ালা) মৃত্যু হয়েছে। সোবহান ওই গ্রামের সফুর আলী বেপারীর ছেলে। টাঙ্গাইল : জেলার নাগরপুরে বজ্রপাতে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার চেতুয়াজানি এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে। নজরুল চেতুয়াজানি গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর