রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

মৌলভীবাজারে টিসিবির পণ্য বিক্রি নিয়ে নয়ছয়

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে টিসিবির প্রদত্ত ন্যায্যমূল্যের ছোলা, ডাল, সোয়াবিন ্ও চিনির জন্য গ্রাহকদের চাহিদা থাকলেও রহস্যজনক ভাবে উল্লিখিত পণ্যসামগ্রী থেকে ভোক্তা মহল বঞ্চিত হচ্ছেন।সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছ থেকে চড়া মূল্যে তারা পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলা সদরের বিভিন্ন পয়েন্টে গত ২৯ মে থেকে ৮ জুন পর্যন্ত টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে নায্যমূল্যে ছোলা, ডাল, সোয়াবিন ্ও চিনি বিক্রি করা হয়েছিল। অপেক্ষমাণ গ্রাহকরা উৎসাহ নিয়ে ভ্রাম্যমাণ ট্রাক থেকে উল্লিখিত পণ্য সংগ্রহ করতেন। কিন্তু গত ৮ জুন থেকে মৌলভীবাজার জেলা সদরে ভ্রাম্যমাণ ট্রাক থেকে টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে। এ ব্যাপারে টিসিবির আঞ্চলিক গুদাম কর্মকর্তা জানান, জেলা সদরে ৪/৫ দিন টিসিবির পণ্য সরবরাহ বন্ধ রয়েছে উপর মহলের নির্দেশে। টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য সরবরাহের কারণে বাজার কিছুটা স্থিতিশীল হয়ে উঠেছিল। বাজারি দোকানে ৯০ টাকা কেজি দরে ছোলা নেমে এসে ছিল ৮০ টাকায়। একইভাবে চিনি ডাল ্ও সোয়াবিন তেলের দামও কমেছিল। জানা গেছে, জেলা সদর ছাড়া্ও প্রত্যেক উপজেলায় ২/৩ জন করে ডিলার রয়েছে; কিন্তু কেউই মাল উঠাতে রাজি নন। অন্যদিকে টিসিবির ডিলার নিয়েও সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের তেমন অবগতি নেই বলে জানা গেছে।

সর্বশেষ খবর