শিরোনাম
রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

৭৪ দিন পর আজ তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন হস্তান্তর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ কবর থেকে উত্তোলনের ৭৪ দিন পর আজ দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দিচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। তিন সদস্যের মেডিকেল বোর্ডের সভায় ওই প্রতিবেদন চূড়ান্ত করে তা একটি খামে সিলগালা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ দুপুরের আগেই বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ময়নাতদন্ত প্রতিবেদন কুমিল্লা সিআইডি কার্যালয়ে হস্তান্তরের কথা রয়েছে। এ প্রতিবেদনের ফলাফলে কী রয়েছে, এ বিষয়ে ফরেনসিক বিভাগ ও ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা কিছু বলতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘তিন সদস্যের ময়নাতদন্তকারী বোর্ডের ঐকমত্যের ভিত্তিতে আমরা রিপোর্ট প্রস্তুত করেছি, রবিবার দুপুরের আগেই তা সিআইডিতে হস্তান্তর করা হবে।’ এদিকে তনু হত্যাকাণ্ডের ৮৩ দিন অতিবাহিত হলেও সিআইডির তদন্তে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। মামলার অগ্রগতির বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহিমের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর