Bangladesh Pratidin

ফোকাস

  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ জুন, ২০১৬ ২২:৫৩
গুপ্তহত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মানববন্ধন
প্রতিদিন ডেস্ক

পাবনায় সেবায়াত, ঝিনাইদহে পুরোহিতসহ সাম্প্রতিক গুপ্তহত্যার প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ, মানববন্ধন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— খুলনা : দুপুরে নগরীর ধর্মসভা মন্দিরে সমাবেশ শেষে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধর্মসভা মন্দিরে এসে শেষ হয়। মিছিলপূর্ব সমাবেশে বক্তারা হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আহ্বান জানান মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও।  বগুড়া : জেলা শহরের সাতমাথায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া শাখার সভাপতি দিলীপ কুমার দেবের সভাপতিত্বে সাগর কুমার রায়, অমৃত লাল সাহা বক্তব্য রাখেন। অংশ নেন শত শত নারী-পুরুষ।  কিশোরগঞ্জ : জেলা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ যৌথভাবে শহরের কালীবাড়ি সড়কে মানববন্ধনে বক্তব্য দেন— অধ্যক্ষ শরীফ সাদী, রবীন্দ  নাথ প্রমুখ। তারা জঙ্গীবাদ প্রতিহত করার জন্য সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান। ফরিদপুর : স্থানীয় প্রেসক্লাবের সামনে সচেতন ফরিদপুরবাসীর ব্যানারে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে মো. শাহজাহান, পান্না বালা, কামরুজ্জামান সোহেল বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রেসক্লাবের সামনে জেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে মানববন্ধনে পরিমল রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন— বিষ্ণুপদ দেব, বিমল চক্রবর্তী প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow