Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১ অক্টোবর, ২০১৬

প্রকাশ : রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ১২ জুন, ২০১৬ ০১:৫৩
দুপুরে উচ্ছেদ রাতে দখল
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের সিরাজদ্দৌলা সড়ক দখল করে দোকান নির্মাণ কাজে বৃহস্পতিবার দুপুরে বাধা দিয়েছিল সিটি করপোরেশন। তবে রাতের আঁধারে সেই উচ্ছেদকৃত সড়কে আবারও দখল করে দোকান নির্মাণ করেছে রেলওয়ের একটি অসাধু চক্র। শহরব্যাপী যেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ ব্যাপক উচ্ছেদ অভিযান চলছে সেখানে সড়ক দখল করে দোকান নির্মাণ জনমনে প্রশ্নের উদ্রেক হয়েছে। জানা গেছে, রমজান মাস উপলক্ষে যানজট দূর করতে গত ১ জুন যৌথভাবে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন, ডিপিডিসি। ওই সময়ে মাইকিং করে সাফ জানিয়ে দেওয়া হয় আসছে রোজায় রাস্তার ওপর কোনো হকার থাকতে পারবে না। ওই দিন চাষাঢ়া শহীদ জিয়া হল, শহীদ মিনার, বঙ্গবন্ধু সড়ক, ২ নম্বর রেল গেটসহ কয়েকটি এলাকায় উচ্ছেদ করা হয় শতাধিক অবৈধ স্থাপনা।
up-arrow