Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১২ জুন, ২০১৬ ০১:৫৪
পানি দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াসার পানির দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এ নিয়ে গত দুই মাসে তিনবার বিক্ষোভ করল সিদ্ধিরগঞ্জের মানুষ। গতকাল সকালে ধনকুণ্ডা উত্তরপাড়ার সাধারণ জনতা নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কে কয়েকশ নারী-পুরুষ কলসি ও ওয়াসার ময়লা পানি রাস্তায় ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়। জানা যায়, দীর্ঘ দিন ওয়াসার পানির জন্য ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। বারবার দাবি আদায়ে নানা কর্মসূচি পালন করা হলেও কোনো সমাধান হয়নি।

up-arrow