Bangladesh Pratidin

ফোকাস

  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুন, ২০১৬ ২৩:০১
প্রাইভেট কার উল্টে ৩০ ফুট নিচে পুকুরে
বেঁচে গেছেন সব যাত্রী
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কে বিসিক কর্মকর্তা বহনকারী প্রাইভেট কার উল্টে ৩০ ফুট নিচে পুকুরে পড়ে গেলেও প্রাণে বেঁচে গেছেন দুই আরোহী ও চালক। গতকাল সকালে এই দুর্ঘটনা ঘটে। বরিশাল বিসিকের ডিজিএম (অপারেশন) মাহাবুব ইসলাম জানান, রবিবার সকালে অফিশিয়াল কাজের জন্য তিনি ও কমার্শিয়াল অফিসার সাইদুল ইসলাম প্রাইভেট কারে খুলনা যাচ্ছিলেন। চালাচ্ছিলেন ড্রাইভার আলতাফ হোসেন। পথে সকাল ১০টার দিকে তাদের বহনকারী গাড়িটি আগৈলঝাড়া বাইপাস সড়কে সামনের চাকা ফেটে যায়। কয়েকটি পাল্টি খেয়ে এটি পড়ে যায় সড়ক থেকে প্রায় ৩০ ফুট নিচে একটি পুকুরে। পরে চালক আলতাফ দরজা খুলে বেরিয়ে জানালা দিয়ে তাদের দুজনকে টেনে বের করায় বেঁচে যান তারা।

এই পাতার আরো খবর
up-arrow