সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা

২০ বছরেও উদ্ধার হলেন না অপহৃত কল্পনা চাকমা

রাঙামাটি প্রতিনিধি

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২০তম বছরপূর্তি দিবসে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও  হিল উইমেন্স ফেডারেশন। গতকাল সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনগুলোর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তৃতা করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মুখপাত্র সজীব চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি সুপ্রভা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের নারী নেত্রী দীপা চাকমা প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ২০ বছরেও কল্পনা চাকমার অপহরণ ঘটনা উদ্ঘাটন করতে পারেনি পুলিশের তদন্ত কর্মকর্তারা। তা ছাড়া কল্পনা অপহরণকারীদের গ্রেফতারও করা হয়নি। বিচার পায়নি তার পরিবার। বক্তারা অবিলম্বে কল্পনা চাকমার অপহরণের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে রাঙামাটি শহরের সংগঠনগুলোর উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ-মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে মিলিত হয়। এ সময় মিছিলে ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ।

সর্বশেষ খবর