মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

ভুল সেটে এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের মানববন্ধন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত রবিবার অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ‘খ’ সেটের স্থলে ভুলে ‘ক’ সেট প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে গতকাল নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের পরীক্ষার্থীরা মানববন্ধন করেছেন। শিক্ষার্থী, অভিভাবক ও নাজমুল স্মৃতি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১২ জুন রবিবার বিকালে ছিল ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) রসায়ন, ইসলামের ইতিহাস ও সাধারণ ইতিহাসের দ্বিতীয়পত্রের পরীক্ষা। বোর্ডের সব কেন্দ্রে ‘খ’ সেট প্রশ্নে পরীক্ষা হলেও, নালিতাবাড়ী কেন্দ্রে ‘ক’ সেটে পরীক্ষা নেওয়া হয়েছে। জানা যায়, রবিবার দুপুরে থানা থেকে প্রশ্নপত্র আনতে যান হল সুপারের পক্ষে প্রভাষক মো. রফিকুল ইসলাম, ইউএনওর পক্ষে উপজেলা একাডেমিক সুপার ভাইজার শাহ জামাল ও শহীদ আবদুর রশিদ মহিলা কলেজের পক্ষে প্রভাষক আবুল কালাম আজাদ। তারা ১২ জুনের প্রশ্নপত্রের স্থলে ভুলবশত ১২ মে প্রশ্নপত্র খাম খুলে ‘ক’ সেট দেখতে পান। সে অনুযায়ী পরীক্ষার্থীদের ‘ক’ সেটে পরীক্ষা নেন। উল্লেখ্য, গত ১২ মের পরীক্ষা অনির্দিষ্ট কারণে পিছিয়ে ১২ জুন করা হয়। ১২ মের জন্য নির্ধারিত ছিল ‘ক’ সেটের প্রশ্ন এবং পিছিয়ে যাওয়া পরীক্ষার জন্য ‘খ’ সেট। কেন্দ্র সুপার এ কে এম মোয়াজ্জেম হোসেন ভুলক্রমে ১২ জুনের স্থলে ১২ মের প্যাকেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের যেন কোনো ক্ষতি না হয় সে জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করেছি।

সর্বশেষ খবর