মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় পাঁচ নারী শ্রমিক নিহত

প্রতিদিন ডেস্ক

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় পাঁচ নারী শ্রমিক নিহত হয়েছেন। রংপুরে বাস উল্টে মারা গেছেন একই পরিবারের তিনজন। বাগেরহাট ও মানিকগঞ্জে নিহত হয়েছেন স্বামী-স্ত্রীসহ তিনজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

কুষ্টিয়ায় ট্রাক ও নসিমনের সংঘর্ষে পাঁচ নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে শহরতীর বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রাবেয়া খাতুন, কমেলা খাতুন, সজিরুন নেছা, আমেনা খাতুন ও সুখী বেগম। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে নসিমনে কয়েকজন শ্রমিক কুষ্টিয়া শহরের চেঁচুয়া এলাকায় একটি তামাক কারখানায় কাজের জন্য যাচ্ছিলেন। ভাদালিয়া এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক (খুলনা মেট্রো ট-১১-০৯৬৫) নসিমনকে সজোরে ধাক্কা দেয়। রংপুর : পীরগঞ্জ উপজেলার উজিরপুরে ঢাকা-রংপুর মহাসড়কে  বিএরটিসি বাস উল্টে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩০ জন। আহতদের রংপুর মেডিকেল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল ইফতারি সময় এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ওসি  জানান, হতাহতদের পরিচয় জানা যায়নি। বাসের এক যাত্রীর কাছ থেকে জানা গেছে, নিহতরা স্বামী, স্ত্রী ও তাদের ৩ মাসের সন্তান। বাগেরহাট : ফকিরহাটে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন, সুজিত কুমার দাস তার স্ত্রী সুমিতা রাণী দাস। দুর্ঘটনার সময় সুজিত স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি ফকিরহাট থেকে রাজবাড়ী যাচ্ছিলেন। মানিকগঞ্জ : শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় মাইক্রোবাস দুর্ঘটনায় রব মাতব্বর নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারি উপজেলার কমলেশরদী গ্রামে। 

সর্বশেষ খবর