Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুন, ২০১৬ ২৩:২৮
না.গঞ্জ ময়মনসিংহে দুই গৃহবধূ খুন
প্রতিদিন ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে হত্যার পর লাশ গুম করার চেষ্টাকালে বরিশালের গৌরনদী থেকে মরদেহসহ গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয় অভিযুক্ত স্বামী ইসমাইলকেও। আটক ইসমাইল বাড়ি গৌরনদী উপজেলার চন্দ হার গ্রামে। বিয়ের পরে তারা ফতুল্লা থানার পূর্ব ইজদাইল এলাকায় বসবাস করতেন। ময়মনসিংহ : ত্রিশালে সাবিনা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরাদ্ধে। উপজেলার পৌর এলাকায় সিএনবির গুদামের সামনে হাজী ভিলা থেকে গতকাল মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গার জহুরুলনগরে জমি নিয়ে বিরোধের জেরে সহোদর ভাইকে পিটিয়ে হত্যা করেছে অপর ভাই। মারপিটে আহত ভাই খয়বার আলীকে ঢাকায় নেওয়ার পথে রবিবার রাতে মারা যান। শনিবার দুপুরে দুই ভাই খয়বর ও চাঁন মিয়ার মধ্যে মারামারি হয়। এদিকে, দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল পাওয়া গেছে অজ্ঞাত যুবকের মৃতদেহ।

এই পাতার আরো খবর
up-arrow