Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৫ জুন, ২০১৬ ০২:৩৪
রাঙামাটিতে ১৯-২১ জুন আবারও অবরোধ
রাঙামাটি প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট কারচুপির প্রতিবাদ এবং পুননির্বাচনের দাবিতে রাঙামাটিতে আগামী ১৯, ২০ ও ২১ জুন আবারও সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখা। গতকাল বিকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির নেতা কিশোর কুমার চাকমা। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা কিশোর কুমার চাকমা, উদয়ন ত্রিপুরা, টোয়েন চাকমা, বাচ্চু চাকমা প্রমুখ। এর আগে পার্বত্য চট্টগ্রাম সংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা ওরফে সন্তু লারমার ডাকে রাঙামাটিতে ১৩ ও ১৪ জুন রাঙামাটিতে ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেন সংগঠনটি।

এই পাতার আরো খবর
up-arrow