বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

মুঠোফোনের সেবাবঞ্চিত বিলুপ্ত ছিটের ৪০ হাজার বাসিন্দা

লালমনিরহাট প্রতিনিধি

সঠিক সময়ে ভোটার তালিকা না হওয়ায় সিম নিবন্ধন করতে পারেন নি বিলুপ্ত ১১১টি ছিটমহলের ৪০ হাজার নাগরিক। ফলে এখন তারা মুঠোফোন ব্যবহার থেকে বঞ্চিত। দেশ ও দেশের বাইরের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বাংলাদেশের মূল ভুখণ্ডের সঙ্গে প্রায় এক বছর আগে মিলিত হলেও নাগরিক এ সেবাটি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এসব এলাকার মানুষ। তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের মূল সেবা মোবাইল ইন্টারনেট হলেও আজ আমরা এর সুবিধা ভোগ করতে পারছি না। জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, ১৫ জুন নতুন ভোটার তালিকা তৈরির কথা থাকলেও তা পিছিয়ে ২৬ জুন করা হয়েছে। ২৬ জুন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হবে। ১৫-২১ জুলাই বাড়ি বাড়ি গিয়ে তথ্য ও ভোটারদের ছবি সংগ্রহ করা হবে ২১-২৭ জুলাই। ১ আগস্ট প্রকাশ করা হবে খসড়া তালিকা। সংশোধন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৪ সেপ্টেম্বর। এর পর আইডি কার্ড হাতে পেতে সময় লাগবে আরও এক মাস। সে অনুযায়ী আগামী নভেম্বরের আগে বিলুপ্ত ছিটের অধিবাসীদের মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিতই থাকতে হবে। বিলুপ্ত ছিটমহল আন্দোলনের নেতা ময়নুল ইসলাম বলেন, ‘১১১ ছিটের প্রায় ৪০ হাজার মানুষ গত ১ জুন থেকে মুঠোফোন ব্যবহার করতে পারছেন না। জেলা নির্বাচন অফিসকে কয়েকবার অনুরোধ করেও কাজ হয়নি। এটা মেনে নিতে পারছি না। এক মাসের মধ্যে ভোটার তালিকায় আমাদের অর্ন্তভুক্ত না করা হলে আবারও আন্দোলনে নামতে হবে।’ লালমনিরহাট নির্বাচন কর্মকর্তা একেএম ফজলুল হক বলেন, ১৫ জুন ভোটার তালিকার কাজ শুরুর কথা থাকলেও নির্বাচন কমিশনের জটিলতার কারণে পিছিয়ে ২৬ জুন করা হয়েছে। যেহেতু তারা বিলুপ্ত ছিটের নাগরিক, তাদের ভোটার তালিকায় যুক্ত করার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের। মোবাইলের সিম নিবন্ধনে ভোটার আইডি আবশ্যক। তাই সাময়িক এ কষ্ট মেনে নিতে হবে।’

সর্বশেষ খবর