Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৫ জুন, ২০১৬ ২৩:৪৩
মামা হত্যায় ভাগ্নের ফাঁসি
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে মামাকে গলা কেটে হত্যার দায়ে ভাগ্নের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া গতকাল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম নিবাস চন্দ্র শীল (৩০)। তিনি সদর উপজেলার টোনা ইউনিয়নের সুখরঞ্জন শীলের ছেলে। জানা যায়, ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর নাজিরপুর উপজেলার সোলশত গ্রামে মামা হেমলাল  চন্দ্র শীলের বাড়িতে আসে ভাগ্নে নিবাস। দুপুরে মায়ের জমি বাবদ মামার কাছে এক লাখ টাকা চান তিনি। তখন টাকা দিতে অস্বীকার করলে নিবাস  চন্দ্র বিকালে তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে ঘুমন্ত অবস্থায় হেমলালকে গলা কেটে হত্যা করেন। ঘটনার পর স্থানীয়রা নিবাসকে আটক করে পুলিশে দেন। ওই দিন সন্ধ্যায় হেমলালের ছেলে শ্যামল কুমার নাজিরপুর থানায় নিবাস  চন্দ্রকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

এই পাতার আরো খবর
up-arrow