Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ জুন, ২০১৬ ২৩:৪৪
রাঙামাটির অবরোধের প্রতিবাদে বিক্ষোভ
রাঙামাটি প্রতিনিধি
bd-pratidin

বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে পুনর্নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ডাকা রাঙামাটি অবরোধ কর্মসূচির বিরুদ্ধে গতকাল বিক্ষোভ-সমাবেশ করেছে বেশ কয়েকটি সংগঠন। সকালে জেলার বরকল উপজেলা সদরে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সমাবেশ থেকে দেওয়া হুঁশিয়ারিতে বলা হয়, অবরোধ বন্ধ না হলে পাল্টা কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন, আরিফুল রহমান আরিফ, আবদুস সবুর তালুকদার প্রমুখ। এছাড়া এদিন জেএসএসের অবরোধ কর্মসূচির বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ, নাগরিক পরিষদ, পার্বত্য যুব ফ্রন্টের নেতা-কর্মীরা। বক্তব্য দেন কেএম জালোয়া, জাহাঙ্গীর আলম মুন্না, সাব্বির, শাহ জাহান আলম, আবু বক্কর মোল্লা।

এই পাতার আরো খবর
up-arrow