বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

এক পলক

শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট

চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক আহাদ আলীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার এসআই পিয়ার আলী আদালতে চার্জশিট দাখিল করেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, গত ২৯ এপ্রিল বিকালে শিক্ষক আহাদ আলী নিজের বাড়িতে প্রাইভেট পড়ানোর কথা বলে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

—চুয়াডাঙ্গা প্রতিনিধি

দুজনকে কুপিয়ে জখম

ঢাকার সাভারে নেট লাইন সরবরাহ নিয়ে বিরোধের জের দুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় গতকাল এ ঘটনা ঘটে। আহতরা হলেন— নেট ব্যবসায়ী মনির হোসেন ও আব্দুল্লাহ আল মামুন। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

—সাভার প্রতিনিধি

সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা ও বালুয়াকান্দি গ্রামে গতকাল এই ঘটনা ঘটে। চৈতনকান্দার ঘটনায় আহতরা হাসপাতালে ভর্তি হলে প্রতিপক্ষের লোক সেখানে এসে আবারো হামলা করে।

—আড়াইহাজার প্রতিনিধি

সড়ক অবরোধ

ঢাকার সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। হেমায়েতপুরে কোহিনুর গার্মেন্টের শ্রমিকরা গতকাল এ অবরোধ কর্মসূচি পালন করে। অন্যদিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় ক্লাসিক কম্পোজিট বিডি লিমিটেড নামের অপর একটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ পালন করা হয়েছে।

—সাভার প্রতিনিধি

চাঁপাইয়ে গঙ্গাস্নান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীর গঙ্গাশ্রম ঘাটে বুধবার হিন্দু সমপ্রদায়ের জাহ্নমণির দশহারা গঙ্গাস্নান হয়েছে। স্নান উৎসবে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া ও দিনাজপুরসহ বিভিন্ন জেলার কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। তিথী অনুযায়ী প্রতিবছরের জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।

—চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মতবিনিময়

জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সঙ্গে শেরপুর প্রেসক্লাবের নতুন কর্মকর্তাদের বুধবার দুপুরে মতবিনিময় হয়। এ সময় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতারা পেশাগত দায়িত্ব পালনে নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

—শেরপুর প্রতিনিধি

কর্মশালা

কক্সবাজারে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা, প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালামের সভাপতিত্বে কর্মশালায় ড. মোহাম্মদ জসিমউদ্দীন, বনকর্মকর্তা এসএম গোলাম মওলাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

—কক্সবাজার প্রতিনিধি

সেলাই মেশিন বিতরণ

ঠাকুরগাঁওয়ে ৪০ দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মহিলাবিষয়ক অধিদফতর কার্যালয় চত্বরে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর ফ্রেড উইনিভিন।

—ঠাকুরগাঁও প্রতিনিধি

শোভাযাত্রা

রক্তদানে উৎসাহিত করতে শেরপুরে শোভাযাত্রা ও সমাবেশ করা হয়েছে। জেলা রক্তদান সমাজকল্যাণ সংস্থার শোভাযাত্রা উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। পরে রঘুনাথ বাজার থানা মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন সংস্কৃতিকর্মী আবু রায়হান পাভেল, জেলা রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম জিহাদ।

—শেরপুর প্রতিনিধি

নতুন স্কেলে বেতন দাবি

নতুন জাতীয় বেতন স্কেলে মে মাসের বেতন ও টাইমস্কেল ও ঈদ বোনাস প্রদানের দাবি জানিয়েছেন শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার কিশোরগঞ্জ শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাদরুল উলা মাজু। এ সময় কিশোরগঞ্জ শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

—কিশোরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর