Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ জুন, ২০১৬ ০২:৪৯
১৫ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক ও কর্তৃপক্ষ
সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ডেন্টালের ১৫ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষের লোকজনের বিরুদ্ধে। সাভারের বিশমাইল এলাকায় কলেজের বিএমডিসির অনুমোদনের বিষয়ে জানতে চাওয়ায় শিক্ষরা উত্তেজিত হয়ে গতকাল এ ঘটনা ঘটান। আহতদের মধ্যে আলমগীর, বিপাশা, আরিফুল, নাসরিন ও ফহিমার নাম জানা গেছে। আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১২-১৩ শিক্ষাবর্ষে তারা ৩৮ ছাত্রছাত্রী গণস্বাস্থ্য সমাজভিত্তিক ডেন্টাল কলেজে ভর্তি হন। ভর্তির আগে বিএমডিসির অনুমোদন আছে বললেও ২০০৮ সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটির অধিভুক্তি বাতিল করে বলে তারা জানতে পারেন। এর পর থেকে কলেজের ডেন্টালের শিক্ষার্থীরা শুরু করেন আন্দোলন। একপর্যায়ে কর্তৃপক্ষ বিএমডিসির অনুমোদন আনার আশ্বাস দেয়। এর কয়েক বছর অতিক্রম হলেও অনুমোদন আনতে পারেনি। বুধবার এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কলেজভবনে আলোচনা হয়। এ সময় প্রতারণা ও টালবহানার কথা তুলে ধরলে কলেজের অধ্যক্ষ লায়লা পারভীন ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে দু-তিন শিক্ষকসহ কর্তৃপক্ষের ১০-১২ জন শিক্ষার্থীদের কিল-ঘুষি, লাথি ও এলোপাতাড়ি পেটায়।

আশুলিয়া থানার ওসি জানান, এখন পর্যন্ত অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পাতার আরো খবর
up-arrow