Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৬ জুন, ২০১৬ ০২:৫২
বিএনপির ৪৬ নেতা কর্মী খালাস
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ২০১০ সালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ৪৬ নেতা-কর্মী। গতকাল বিকালে মামলার ২৬ আসামির উপস্থিতিতে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অমিত কুমার দে এ রায় ঘোষণা করেন। বিএনপি নেতা-কর্মীদের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, ২০১০ সালের ২৭ নভেম্বর হরতালের সমর্থনে বিএনপি নেতা-কর্মীরা সদর রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ফকিরবাড়ি রোডের দিকে অগ্রসর হচ্ছিলেন। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৪ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ওই দিনই কোতোয়ালি মডেল থানার এসআই ফয়সাল আহম্মেদ বাদী হয়ে বিএনপির ৩১ নেতা-কর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এই পাতার আরো খবর
up-arrow