Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ জুন, ২০১৬ ০২:৫২
ব্যবসায়ীদের দখলে মহিলা যাত্রীদের বিশ্রামাগার
টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনে মহিলা যাত্রীদের বিশ্রামাগার এখন ব্যবসায়ীদের দখলে। এতে অপেক্ষমান মহিলা যাত্রীদের থাকতে হচ্ছে প্লাটফর্মে দাঁড়িয়ে। তারা শিকার হচ্ছেন দুর্ভোগের। স্টেশন কর্তৃপক্ষের রহস্যজনক ভূমিকার কারণে মহিলা যাত্রীদের জন্য বিশ্রামাগারটি চলে গেছে অন্যের দখলে। সরেজমিন দেখা যায়, রেলওয়ে স্টেশনে মহিলা যাত্রীদের বিশ্রামাগারটির ফটকে ও ভেতরে ব্যবসায়ীরা কেউ বসে কেউ শুয়ে বিশ্রাম নিচ্ছেন। আবার অনেকেই মালামাল রাখেছেন। এরা সবাই স্টেশন কিংবা আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ী। মহিলা যাত্রীদের জন্য বিশ্রামাগার থাকা সত্ত্বেও ভোগদখল করছেন অন্যরা। এ নিয়ে নানা প্রশ্ন এখন যাত্রীদের মাঝে। প্লাটফর্মে বসে থাকা মহিলা যাত্রী সেলিনা আক্তার জানান, কি বলব ভাই সব স্থানে এখন দখলবাণিজ্য। টঙ্গী রেলওয়ে স্টেশনমাস্টার মো. হালিমুজ্জামান বলেন, ভাই বিষয়টি দেখছি।

এই পাতার আরো খবর
up-arrow