শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

রামুতে প্রতিপক্ষের গুলিতে হোমিও চিকিৎসক নিহত

প্রতিদিন ডেস্ক

কক্সবাজারের রামুতে প্রতিপক্ষের গুলিতে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। সিরাজগঞ্জ ও কুমিল্লায় দুজন খুন হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

কক্সবাজার : রামুর পাহাড়ি জনপদ ঈদগড়ে প্রতিপক্ষের গুলিতে মারা গেছেন মহিউদ্দিন নামে এক হোমিও চিকিৎসক। বুধবার দিবাগত রাতে ঘরে ঢুকে তাকে গুলি করে। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিলে সেখানে গতকাল সকালে মৃত্যু হয়। এ ঘটনায় দিলোয়ারা নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানান, মহিউদ্দিনের সঙ্গে দক্ষিণ শরিফ পাড়ার ছয় মাস আগে খুন হওয়া শিক্ষক নুরুচ্ছফা ও তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলছে। কয়েকদিন আগে বিরোধীয় জমিতে মহিউদ্দিন ঘর নির্মাণ শুরু করেন। বুধবার রাতে নির্মাণাধীন বাড়িতে একা থাকার খবর পেয়ে তার ওপর হামলা ও গুলি চালায় প্রতিপক্ষ। সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় নেশাগ্রস্ত বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই সোহাগের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সোহাগ উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া গ্রামের দুলালের ছেলে। ঘটনার পর পুলিশ ভাই শাকিলকে আটক করেছে। দাউদকান্দি :  কুমিল্লা মেঘনার আতাউল্লাহকান্দিতে ছেলেকে ঘুমন্ত অবস্থায় গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মা ফাতেমাকে আটক করেছে পুলিশ। জানা যায়, নিহত ফয়সাল এক মাস আগে মাদক সেবনের দায়ে আটক হয়। জামিনে মুক্তি পেয়ে মাদক কেনার টাকার জন্য পরিবারকে নানাভাবে অত্যাচার শুরু করে সে। এতে অতিষ্ঠ হয়ে মা তাকে হত্যা করেন।

সর্বশেষ খবর