শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

কুষ্টিয়ায় বাড়ছে পাটের আবাদ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সোনালি আঁশ-পাটের আবাদ বাড়ছে। এবার জেলায় রেকর্ড পরিমাণ জমিতে আবাদ হয়েছে পাটের। এর বহুমুখী ব্যবহার ও দাম বাড়ায় কৃষকরা পাট চাষে ঝুঁকেছেন। জেলার মাঠজুড়ে এখন সবুজ পাট খেতের সমাহার। জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদফতর সূত্র জানায়, বিগত কয়েক বছরে জেলায় পাটের আবাদ কমে গিয়েছিল। এ ছয়টি উপজেলায় এক লাখ তিন হাজার ৭৬৪ একর জমিতে পাট চাষ হয়েছে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ১৮ হাজার ৮২০ বেল পাট। যা গত বছরের তুলনায় ১৫-২০ ভাগ বেশি। দৌলতপুর উজেলার তারাগুনিয়ার পাটচাষি আসলাম হোসেন জানান, গত বছর তিনি পাঁচ বিঘা জমিতে পাট চাষ করে প্রায় ৪৫ মণ পাট পেয়েছিলেন। এ পাট ২০০০ টাকা মণ দরে বিক্রি করেন। এতে তার বেশ লাভ হয়েছিল। এ কারণে এবার সাত বিঘা জমিতে পাট চাষ করেছেন। মিরপুর উপজেলার সদরপুর গ্রামের মোশারফ হোসেন মুশা জানান, এবার তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন তিনি। গত মৌসুমে পাটের দাম ভালো ছিল। এই বছরও ভালো দাম পাবেন বলে আশা প্রকাশ করেন। কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক হায়াৎ মাহমুদ জানান, সরকার সম্প্রতি ছয়টি খাদ্য পণ্য বিপণনে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করেছে। এতে পাটের ব্যাপক চাহিদা বেড়ে গেছে। এ কারণে কৃষক পাট চাষে ঝুঁকছেন। এ জেলার মাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ খবর