শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

মানিকগঞ্জে পানির চেয়ে কম দামে দুধ বিক্রি

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে বোতলজাত পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে দুধ। আধা লিটার পানি বিক্রি হয় ১৫ টাকা আর এক লিটার দুধ বিক্রি হয় ২০ টাকা। মানিকগঞ্জ শহর থেকে ১৫ কিমি দূরে ঘিওর উপজেলা। সেখানে ঘিওর বাজার, পঞ্চরাস্তা ও শিংজুড়ী বাজারে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ হাজার লিটার দুধ বিক্রির জন্য নিয়ে আসে গরুর খামারিরা। কেউ সাইকেলে, কেউ মাথায় করে কলসে দুধ আনছেন। ক্রেতা হাতেগোনা কয়েকজন ব্যবসায়ী।  খামারিরা জানায়, ব্যবসায়ীদের ইচ্ছা মাফিক দামেই তাদের দুধ বিক্রি করতে হয়। রমজান মাসে মিষ্টি তৈরি কম হওয়ার অজুহাত দেখিয়ে তারা দুধের দাম কমিয়ে দেয়। গরুর খাদ্যের দাম বেশি থাকলেও তারা কম দামে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছে। অন্য সময় ৫০/৬০টাকা দরে প্রতি লিটার দুধ বিক্রি হলেও রমজান মাসে ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করতে বাধ্য হয়।

সর্বশেষ খবর