শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

পার্বতীপুরে টিসিবি পণ্য পাইকারি বাজারে

পার্বতীপুর প্রতিনিধি

সাধারণ ভোক্তার সুবিধার কথা ভেবে সরকার টিসিবির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পণ্য বিক্রি শুরু করলেও এর সুফল পাচ্ছেন না দিনাজপুর পার্বতীপুরের মানুষ। অভিযোগ উঠেছে, উত্তোলন করা বেশিরভাগ পণ্য পাইকারি বাজারে বিক্রি করে দিচ্ছেন ডিলাররা। ফলে কিছু সময়ের টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) দোকান খুললেও ভোক্তার চোখ আড়াল করতে টাঙানো হচ্ছে না ব্যানার। অনুসরণ করছে না বিক্রয় রেজিস্ট্রার। টিসিবি দোকানে পণ্য না পেয়ে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। রংপুর টিসিবি কর্মকর্তা ইস্তাকিরুল ইসলাম বলেন, পার্বতীপুরের পাঁচজন ডিলারের চারজন রমজানের শুরুতেই পণ্য তুলেছেন। পণ্য ভোক্তাদের মধ্যে বিক্রি করেছেন কিনা খোঁজ নেওয়া হচ্ছে। ইউএনও মাহমুদুর রহমান জানান, ডিলারদের ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর