Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৭ জুন, ২০১৬ ২৩:০১
মুসল্লিদের নামে মামলা
প্রতিবাদে বিক্ষোভ
লালমনিরহাট প্রতিনিধি

পল্লী বিদ্যুৎ সমিতি লালমনিরহাট অফিস কর্তৃক সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের এক মসজিদের মুসল্লিদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বাদ জুমা বিক্ষোভ মিছিল বের করে এলাকার ৩ শতাধিক মুসল্লি। মিছিলটি বড়বাড়ী-লালমনিরহাট মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আমতলা মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে।

এতে বক্তৃতা করেন, বড়বাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মাওলা জাফরান, বড়বাড়ী বাজার মসজিদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, এলাকাবাসী মমতাজ মাস্টার, রফিকুল ইসলাম, আবদুস কুদ্দুস, নুর আলম প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা আগামী ৭ দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।

এই পাতার আরো খবর
up-arrow